kalerkantho


বেগমগঞ্জে ছিনতাইকৃত টাকাসহ যুবক আটক

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৭ ২৩:৪৮বেগমগঞ্জে ছিনতাইকৃত টাকাসহ যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী থেকে ছিনতাই করা ১০ লাখ টাকার মধ্যে আট লাখ টাকাসহ মো. ওলাল (২৮) নামের এক যুবককে পুলিশ আটক করেছে।

রবিবার দুপুর ১টার দিকে বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. ওলাল চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের কবুতর ব্যাপারী বাড়ীর আব্দুল মন্নানের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে চৌমুহনী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান নিয়তি এন্টারপ্রাইজের কর্মকর্তা সুজন পাল ১০ লাখ টাকা নিয়ে ব্যাংকের দিকে যান। পথে সুজন ডাচ্ বাংলা ব্যাংকের সামনে পৌঁছলে একটি সিএনজি অটোরিকশা থেকে তিনজন ছিনতাইকারী সুজনের হাত থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৮ লাখ টাকাসহ সিএনজি চালক ওলালকে আটক করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওলাল ছিনতাইকারী দলের সদস্য, তার কাছ থেকে ছিনতাইকৃত ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ও বাকি ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।


মন্তব্য