kalerkantho


উখিয়া রোহিঙ্গা শিবিরে বন্যহাতির আক্রমণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২০ আগস্ট, ২০১৭ ২৩:১১উখিয়া রোহিঙ্গা শিবিরে বন্যহাতির আক্রমণে নিহত ১

বন্যহাতির আক্রমণে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি এলাকায় একজন রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে বন্যহাতির আক্রমণে মো. শরীফ (৬০) নামের এ বয়োবৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু ঘটে। মৃত্যুর শিকার রোহিঙ্গা শরীফ শিবিরের ই ব্লকের বাসিন্দা ও আলী জোহারের ছেলে।

স্থানীয়রা জানান, বন্যহাতির দল কুতুপালং রোহিঙ্গা বস্তিতে হামলে পড়ে ১৫টি বস্তিবাসা তছনছ করে দেয়। রোহিঙ্গারা হাতি তাড়াতে এগিয়ে গেলে হাতির ধাওয়া খেয়ে আরো কয়েকজন কমবেশি আহত হয়। তন্মধ্যে মো. শরীফ গুরুতর আহত হলে তাত্ক্ষণিক স্থানীয় একটি এনজিও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে (শরীফ) মৃত ঘোষণা করেন।


মন্তব্য