kalerkantho


অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

লাকসামে আগুনে পুড়ল ৭ দোকান, নাঙ্গলকোটে ৬ ঘর

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি    

২০ আগস্ট, ২০১৭ ১৭:৪২লাকসামে আগুনে পুড়ল ৭ দোকান, নাঙ্গলকোটে ৬ ঘর

ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার লাকসাম উপজেলার গাইনেরডহরা বটতলি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত হয়েছে। গত শনিবার মাঝরাতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে, আগুন লেগে জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাচী গ্রামে বসত ঘরসহ ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই গ্রামের আব্দুস সোবহান মেম্বারের ভগ্নিপতি আবদুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ, আগুনে তাঁদের প্রায় পনের লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে লাকসাম পূর্ব ইউনিয়নের গাইনেরডহরা বটতলি বাজারে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে মহিনের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছঁড়িয়ে পড়ে। 

আগুনে ওই বাজারের শামীম স্টোর, সোলেমান স্টোর, মহিন স্টোর, আবদুল কাদেরের ওয়ার্কসপ, বিসমিল্লাহ স্টোর, রাজিব দাসের সেলুন, তিশাফুডসহ ৭টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

এদিকে, গতকাল শনিবার সন্ধ্যায় নাঙ্গলকোটের গান্দাচী গ্রামের আব্দুস সোবহান মেম্বারের ভগ্নিপতি আবদুর রশিদের ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট বা গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আবদুর রশিদের বসত ঘরসহ বাড়ির ৬টি ঘরে ছঁড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আশার আগেই ওই ৬টি ঘরের সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষ টাকাও পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মজুমদার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি লাকসাম ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেই। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানা পুলিশকেও খবর দেই। আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় ফায়ার সার্ভিসের সদস্যরা আশার আগেই আগুনে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।


মন্তব্য