kalerkantho


ফরিদপুরে বন্যার পানি কমছে, খোলেনি ৪৯ স্কুল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ আগস্ট, ২০১৭ ১৩:২০ফরিদপুরে বন্যার পানি কমছে, খোলেনি ৪৯ স্কুল

ফরিদপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় আট সেন্টিমিটার কমে এখন বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

বন্যার কারণে বন্ধ ঘোষিত জেলার তিন উপজেলার ১৩টি ইউনিয়নে ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় এখনও খোলার সিদ্ধান্ত হয়নি।
এ ছাড়া বন্যায় তিনটি উপজেলায় ১৭১ হেক্টর ধান ও ৫৮ হেক্টর সবজিসহ মোট ২২৯ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সদর উপজেলার বন্যাকবলিত তিনটি ইউনিয়ন ঘুরে দেখেছেন।

পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে, আজ রবিবার পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় আট সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এদিকে জেলার তিনটি উপজেলায় পানিবন্দি ও নদী ভাঙনকবলিতদের মাঝে সরকারি সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার পর্যন্ত ৩০ মেট্রিক টন চাল ও এক লাখ ৮০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

 


মন্তব্য