kalerkantho


অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ১৮

বেনাপোল প্রতিনিধি   

২০ আগস্ট, ২০১৭ ০০:৫৯অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ১৮

বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শনিবার বিকেলে ৩ শিশুসহ ১৮ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন একটি খবর আসে অবৈধ পথে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ শিশু, ১০ নারী ও ৫ পুরুষকে আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  এ ব্যাপারে  মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।


মন্তব্য