kalerkantho


ফরিদপুরে কারখানায় অগ্নিকাণ্ড, দুই নারী শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৯ আগস্ট, ২০১৭ ২২:২০ফরিদপুরে কারখানায় অগ্নিকাণ্ড, দুই নারী শ্রমিক আহত

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর এলাকার বিসমিল্লাহ প্যাকেজিং নামের একটি ববিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দুই নারী শ্রমিক আহত হয়েছে। তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে বৈদ্যুতিক গোলযোগের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আগুনে মালামালসহ ওই কারখানার সেমিপাকা ঘরটি পুড়ে গেছে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জানান, আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। এ সময় জয়গুণ (৫০) ও নূরুন নাহার (৩০) নামের দুই নারী কর্মী আহত হন। আগুনে কারখানাটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত দুই নারী কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

কারখানার মালিক বাবুল মিয়া বলেন, "আমার কারখানায় সুতাকলের জন্য ববিন তৈরি করা হয়। আগুনে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।" 


মন্তব্য