kalerkantho


নাঙ্গলকোটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি    

১৯ আগস্ট, ২০১৭ ২১:৪৯নাঙ্গলকোটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মোহাম্মদ হৃদয় (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের ছগির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায় হৃদয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে হৃদয়কে ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট পৌর সদরের আধুনিক মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষাণা করেন। শিশু হৃদয়ের বাবা  ছগির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য