kalerkantho


নীলফামারীতে শ্রমিক লীগের শোকসভা

নীলফামারী প্রতিনিধি    

১৯ আগস্ট, ২০১৭ ১৭:৫৩নীলফামারীতে শ্রমিক লীগের শোকসভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীতে শোক র‌্যালি ও শোকসভা করেছে জেলা শ্রমিক লীগ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে শোকসভায় মিলিত হয়।

জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, বাস, ট্রাক, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা সভাপতি মুজিবুদৌলা জকি প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর হত্যা মামলা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবি জানান।


মন্তব্য