kalerkantho


ফরিদপুরে বন্যার্তদের পাশে ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৯ আগস্ট, ২০১৭ ১৭:২৬ফরিদপুরে বন্যার্তদের পাশে ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান

ফরিদপুরে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান আরজু। শুকনো খাবার সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন তিনি।

আজ শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বেলেডাঙ্গি গ্রামের অর্ধশতাধিক বন্যার্তের মাঝে নিজ হাতে চিড়া, গুড় ও স্যালাইনসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেন আশরাফুজ্জামান আরজু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কাশেম, ইউপি সদস্য মো. পান্নু শেখ, মফিজ শিপন প্রমুখ।

কাজী আশরাফুজ্জামান বলেন, "আমরা সকলে মিলে দুর্গতদের সহযোগিতা করলে কিছুটা হলেও ওদের কষ্ট কম হবে।" 


মন্তব্য