kalerkantho


বোয়ালমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৯ আগস্ট, ২০১৭ ১৬:২৭বোয়ালমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের আঁধারকোঠা এলাকায় বাড়ির পাশের পুকুরে ডুবে সাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মো. কামরুল ইসলামের ছেলে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মী মো. হাফিজুর রহমান জানান, সকাল ১১টার দিকে সাদ নামের শিশুটি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনরা তাকে কোথাও খুঁজে পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির পায়ের জুতা ভাসতে দেখে স্বজনরা পানিতে নেমে খোঁজ করেন। পরে পানি থেকে সাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

                


মন্তব্য