kalerkantho


ভাণ্ডারিয়ায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

১৯ আগস্ট, ২০১৭ ১৬:২২ভাণ্ডারিয়ায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

পিরোজপুরের ভাণ্ডারিয়ার সুমন মিয়া (৩৮)নামের এক ইজিবাইক চালককে চেতনানশক খাইয়ে অচেনতন করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে পার্শ্ববর্তী কাঁঠালিয়া থানার পশ্চিম পাশের একটি বাসা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। অসুস্থ সুমনকে আমূয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  ভুক্তভোগী ইজিবাইক চালক সুমন মিয়া ভাণ্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের কৃষক আফজাল হোসেন মিয়ার ছেলে।

থানা ও হাসপতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে ভাণ্ডারিয়া লঞ্চঘাট থেকে দুই দুর্বৃত্ত কাঁঠালিয়ায় আসার জন্য ইজিবাইক ভাড়া করে। পথে কৌশলে যাত্রীবেশী ওই দুই দুর্বৃত্ত ইজিবাইক চালককে চেতনানাশক ‌ওষুধ সেবন করিয়ে অচেতন করে। পরে দুর্বৃত্তরা কাঁঠালিয়া থানার পশ্চিম পাশের সেলিনা মঞ্জিল নামের একটি নির্জন বাসার একটি কক্ষে ফেলে রেখে দরজায় তালা লাগিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আজ শনিবার সকালে বাসার জানালা দিয়ে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কাাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) মো. ইউনুছ মিয়া বলেন, "ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের আটক ও ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে।"                  মন্তব্য