kalerkantho


মধুখালীতে অজ্ঞাত গাড়িচাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ আগস্ট, ২০১৭ ১৩:১০মধুখালীতে অজ্ঞাত গাড়িচাপায় বৃদ্ধ নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া নামকস্থানে আজ শনিবার ভোরে অজ্ঞাত গাড়িচাপায় হামেদ বিশ্বাস (৮২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি জেলার বোয়ালমারী উপজেলার আন্ধারকোঠা গ্রামের বাসিন্দা এবং তার স্ত্রী ও ছয় ছেলে এবং তিন মেয়ে রয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বোয়ালমারী উপজেলার আন্ধারকোঠা গ্রামের হামেদ বিশ্বাস চোখের ডাক্তার দেখাতে গত শুক্রবার বিকেলে মধুখালী উপজেলা সদরের গাড়াখোলা গ্রামে জামাই সালাম বিশ্বাসের বাড়িতে আসে। আজ শনিবার ভোর ৫টার দিকে তিনি মধুখালীর গোন্দারদিয়া এলাকায় অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।

মধুখালী পৌর মেয়র খোন্দকার মোর্শেদ রহমান লিমন ও করিমপুর হাইওয়ে পুলিশের এসআই টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য