kalerkantho


মেলান্দহে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

জামারপুর প্রতিনিধি    

১৮ আগস্ট, ২০১৭ ২০:৩২মেলান্দহে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

জামালপুরের মেলান্দহে বন্যার্তদের মাঝে চিড়া, মুড়ি ও গুড়সহ শুকনো খাবার বিতরণ করেছে বিএনপি। উপজেলা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার দুপুরে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, কুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান ঠাণ্ডা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম আজাদ, সদস্য শাহজাহান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলীম তালুকদার লেবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ইনসান আলী ফটিক, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল হক মনসুর, মিলন, শ্রমিকদলের হেলাল উদ্দিন প্রমুখ।

এ ছাড়া বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান বাবুল স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুরমুঠ ইউনিয়নে বন্যার্তদের মাঝে চিড়া, মুড়ি ও গুড়সহ শুকনা খাবার বিতরণ করেন।


মন্তব্য