kalerkantho


বগুড়ায় নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ১৯:৫৭বগুড়ায় নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

বগুড়ায় করতোয়া নদীতে ডুবে ভাবনা শিকদার (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ভাবনা শিকদার শহরের চেলোপাড়া এলাকার গৌতম শিকদারের মেয়ে। সে শহরের কালেক্টর স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নদীতে শিশুটির লাশ পাওয়া যায়।

জানা গেছে, ভাবনা তার মাসির সঙ্গে করতোয়া নদীতে কাপড় ধোলাই করতে আসে। তার মাসি কাপড় ধোলাই করার এক পর্যায়ে পেছনে তাকিয়ে দেখে ভাবনা নেই। পরে তিনি খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

বগুড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


মন্তব্য