kalerkantho


নবীনগরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ১৯:৪২নবীনগরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুক ও সীতারামপুর গ্রামে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল, বাশারুক গ্রামের মাজেদ মিয়ার ছেলে জোনাইদ (৩) ও মেয়ে মারিয়া (৫) এবং নারায়নপুর গ্রামের শামসুল আলম খোকনের ছেলে রায়হান (৪)। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। 

নবীনগর থানার ওসি আসলাম সিকদার জানান, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পড়ে যায় জুনাইদ। এ সময় ভাইকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায় মারিয়া। পরে পরিবারের সদস্যরা ভাই-বোনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া শিশু রায়হান তার নানা বাড়ি সীতারামপুরে বেড়াতে গিয়ে দুপুরে তিতাস নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান তিনি।মন্তব্য