kalerkantho


জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

জামালপুর প্রতিনিধি    

১৮ আগস্ট, ২০১৭ ১৮:৩৩জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

ফাইল ছবি

জামালপুরে যমুনা নদীতে বন্যার পানি ৩৪ সেন্টি মিটার হ্রাস পেলেওে ব্রহ্মপুত্র, দশানি ও ঝিনাই নদীতে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। এতে মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা সমুহের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতোমধ্যেই জেলার ৮ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

জামালপুর পানি উন্ননয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান জানান, জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে শুক্রবার বিকালে যমুনা নদীতে বন্যার পানি বিপদ সীমার ৯৫ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তিনি আরও জানান, গত দুইদিনে যমুনা নদীতে ৪৯ সেন্টিমিটার পানি হ্রাস পাওয়ায় জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 

অপরদিকে জামালপুর পানি উন্ননয়ন বোর্ডের গেজ পাঠক মো. মোফাজ্জল হোসেন জানান, ব্রহ্মপুত্র নদের জামালপুর পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১৬ সেন্টি মিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জামালপুরের দশানি ও ঝিনাই নদীতেও বন্যার পানি পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জামালপুর সদর উপজেলাসহ জেলার মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা সমুহের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।  

জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জামালপুর জেলার ৬৮ টি ইউনিয়নের মধ্যে ৫৮টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। ৮টি পৌরসভার অধিকাংশ এলাকা নিমজ্জিত হয়েছে। মোট ৭ লাখ ৪১ হাজার ২৭২ জন মানুষ বন্যাকবলিত হয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এবারের বন্যায় জেলার ৯৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে এবং গত তিনদিনে বন্যার কারণে সারা জেলায় ১২ জনের প্রানহানী ঘটেছে।

এপর্যন্ত ৭৬৮ মেট্রিক টন চাল ও ২১ লাখ ২৫ হাজার টাকা বন্যার্তদের সাহায্যে জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের থেকে বন্যার্তদের মাঝে খিচুড়ি, রুটি, চিড়া, গুড় ও ওষষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 মন্তব্য