kalerkantho


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুর প্রতিনিধি    

১৮ আগস্ট, ২০১৭ ১৮:২৫জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুস ছালাম (৩০) ও মো. শাহাজল (২০) নামের দুই চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ইসলামপুর থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, ইসলামপুরের চরপুটিমাারী ইউনিয়নের পেচারচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. শাহাজল আজ শুক্রবার দুপুরে নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ  সংযোগ নিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে বৈদ্যুতিক তারের উপর পড়ে যান তিনি। তার চাচা একই গ্রামের আব্দুস ছালাম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তারা দুইজনই ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদের  লাশ উদ্ধার করেন।

ইসলামপুরের ওসি দীন-ই আলম বলেন, "চরপুটিমাারী ইউনিয়নের পেচারচর গ্রামে মো. আব্দুস ছালাম ও মো. শাহাজল নামের দুই চাচা ভাতিজার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।" 


মন্তব্য