kalerkantho


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৫৭তম বছরে পদার্পণে শোভাযাত্রা

বাকৃবি প্রতিনিধি    

১৮ আগস্ট, ২০১৭ ১৮:১১বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৫৭তম বছরে পদার্পণে শোভাযাত্রা

আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দিবস। ১৯৬১ সালের এই দিনে কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১১টার দিকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

জানা যায়, আজ বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও শোকের মাস আগস্টের কারণে তেমন কোনও কর্মসূচি গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা  বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দীন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকনসহ বিভিন্ন অনুষদীয় শিক্ষকমণ্ডলী।

আনন্দ শোভাযাত্রাটি হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে পুনরায় হ্যালিপ্যাডে এসে শেষ হয়। পরে  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বৃক্ষ রোপণ করা হয়।

 


মন্তব্য