kalerkantho


ঝিকরগাছায় বাস উল্টে আহত ৩০

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৭ ২২:৪৩ঝিকরগাছায় বাস উল্টে আহত ৩০

যশোর ঝিকরগাছায় বাস উল্টে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েমকোলা বাগমারায় যশোর-ছুটিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ছাত্রী সীমা, তন্বী, নুর নাহার ও শিক্ষিকা দীপার অবস্থা আশঙ্কাজনক। 

আহতরা জানান, দুপুরের দিকে ছুটিপুর থেকে বাসটি যশোর যাচ্ছিল। পথে আলিমুন্নেসা নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে শিক্ষার্থীদের অনেকে ওই বাসে চড়ে। কায়েমকোলা বাগমারা এলাকায় বাসটি উল্টে পাশের ধানক্ষেতে পড়ে যায়। ভাঙ্গাচোড়া ওই সড়কে বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় সড়কের গর্তে চাকা পড়ে উল্টে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


মন্তব্য