kalerkantho


ফরিদপুরের 'সততা স্টোর' এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৭ আগস্ট, ২০১৭ ২১:১২ফরিদপুরের 'সততা স্টোর' এর উদ্বোধন

ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ বৃস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের(দুদক) পরিচালনায় ছাত্র-ছাত্রীদের সততা ও নৈতিকতা মূল্যবোধ সৃষ্টির লক্ষে বিক্রেতা বিহীন 'সততা স্টোর' উদ্বোধন করা হয়। এ দোকানে শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আর পলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামসুল আলম, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, বিদ্যালয় পর্ষদের সভাপতি কাজী নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্লা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সততা ও নৈতিকতা শিক্ষার মাধ্যমে হিসেবে বিক্রেতাবিহীন 'সততা স্টোর' পরিচালনা করা হবে।


মন্তব্য