kalerkantho


শার্শায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

১৭ আগস্ট, ২০১৭ ১৭:৫১শার্শায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ

ছবি : কালের কণ্ঠ

যশোরের শার্শা উপজেলা পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১০০ জন গরিব মেধাবি ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী ১০ জন  ছাত্র/ছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো: আশরাফউদ্দীন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও আলেয়া ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান ও নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমূখ। 


মন্তব্য