kalerkantho


মান্দায় বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ১

নওগাঁ প্রতিনিধি    

১৬ আগস্ট, ২০১৭ ১৬:৪৯মান্দায় বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ১

নওগাঁয় বজ্রপাতে শামসুল আলম (৪৫) ও আলতাফ হোসেন (৫৭) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

মৃত শামসুল আলম মান্দা উপজেলার  কির্ত্তলী গ্রামের সদের আলীর ছেলে এবং আলতাফ হোসেন একই উপজেলার দোডাঙ্গী গ্রামের মৃত কেফাতুল্যার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় বৃষ্টি এবং প্রচণ্ড শব্দে মেঘের গর্জন চলছিল। বৃষ্টি ও মেঘের গর্জন থেকে নিজেদের নিরাপদে রাখতে বেশ কয়েকজন মানুষ বাজারে অবস্থিত একটি চালার নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শামসুল আলম। মারাত্মক আহত দুইজনকে মান্দা হাসপাতালে নেওয়া হলে সেখানে আলতাফ হোসেন নামের অপর এক ব্যক্তির মৃত্যু হয়।

আহত অপর একজন মান্দা হাসপাতালে চিকিৎসাধীন। 


মন্তব্য