kalerkantho


তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০১৭ ১৭:৩৫তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মানববন্ধন

ছবি : কালের কণ্ঠ

সড়ক দুর্ঘটায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে এবং নিরাপদ সড়কের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, বৃক্ষরোপন ও চিত্রাংকন প্রতিযোগীতা কর্মসূচি পালিত হয়েছে। 

আজ রবিবার সকাল দশটায় ঢাকা-আরিচা মহাসড়কের জুকা নামক স্থানে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতীসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আংশ নেয় মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনিয়াস নলেজ (বারসিক) তারকে মাসুদ , মিশুক মুনীর স্মৃতি সংসদ, সুজন, কাকজোর গোল্ডেন ক্লাব, বৈন্যা উল্কা ক্লাব, সাবিস সহ কয়েকটি সংগঠন। 

উল্লেখ্য ২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল চলচ্চিত্রের সুটিং স্পট থেকে ফেরার পথে ঢাকা-আরিচা সড়কের জুকা নামক স্থানে বাসের সাথে মাইক্রোবাকের সংঘর্ষে মাইক্রোবাসের আরোহী তারেক মাসুদ, মিশুক মুনীরসহ ৫জন নিহত হন। এ ঘটনায় নিম্ন আদালত বাস ড্রাইভারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। আসামী আপিল করায় বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন।মন্তব্য