চাঁদাবাজি, অপহরণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শণের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশের এক এস.আই ও এক এ.এস.আইকে ডিবি পুলিশ গ্রেপ্তারের পর আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছে। এরা হলেন, কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই মইনুল হক ও সলঙ্গা থানায় কর্মরত এ.এস.আই মতিউর রহমান।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) বিমল কুমার চাকী জানান, আজ সোমবার বিকেলে ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান এস.আই মইনুল হক ও এ.এস.আই মতিউর রহমানকে চাঁদাবাজি, অপহরণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শণের অভিযোগে সলঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সলঙ্গা থানার ওসি আব্দুর রফিক জানান, ১৪ জুলাই এক ট্রাকমালিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর ডিবি পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব নেয়। এর চেয়ে বেশি কিছু তার জানা নেই বলেন ওসি।
এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিনসহ পদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিপ করেননি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের