kalerkantho


নিয়ামতপুরে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু, আহত ১

নওগাঁ প্রতিনিধি    

১৭ জুলাই, ২০১৭ ১৯:৪১নিয়ামতপুরে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু, আহত ১

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার দুপুরে এ  ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন উপজেলার ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামের হোসেন আলীর ছেলে হামিদুল ইসলাম (২৮) ও একই ইউনিয়নের ভাতকুণ্ডু গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে তায়েজ উদ্দীন (৪৫)। আহত ব্যক্তি উপজেলার সিদাইন গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাসেল মাহামুদ (১৭)।

নিয়ামতপুর থানার ওসি আব্দুর রফিক জানান, দুপুরে নিজ নিজ জমিতে কাজ করছিলেন হামিদুল ও তায়েজ। এ সময় বজ্রঘাতের শিকার হলে ঘটনাস্থলেই মারা যান তারা। আহত রাসেল মাহমুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


মন্তব্য