kalerkantho


হেড ফোনে গান শুনতে শুনতে ট্রেনে কাটা

সিরাজগঞ্জ প্রতিনিধি    

১৭ জুলাই, ২০১৭ ১৮:২৭হেড ফোনে গান শুনতে শুনতে ট্রেনে কাটা

কানে হেড ফোন লাগিয়ে মুঠোফোনে গান শুনতে শুনতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছে বাবুল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র। আজ সোমবার সকাল ১১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উল্লাপাড়া রেল স্টেশনের অদূরে শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাবুল ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ইউসুফ আলী বলেন, "ঘটনার সময় বাবুল কানে হেড ফোন লাগিয়ে মুঠোফোনে গান শুনতে শুনতে ওই রেলপথ ধরে স্কুলে যাচ্ছিল। পেছন থেকে নীলফারামীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন এলে তাতে কাটা পড়ে সে ঘটনাস্থল শিবপুর ব্রিজের কাছে মারা যায়। বাবুলের মৃত্যুর খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়ে। অনেক শিক্ষার্থী ছুটে যায় পার্শ্ববর্তী রেলপথে।"

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাইদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, "বাবুল হোসেনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।" 


মন্তব্য