kalerkantho


সিলেটে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুন, ২০১৭ ০৩:৪৪সিলেটে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানার নাজিরেরগাঁও বাজার এলাকা থেকে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

গ্র্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন, সিলেট সদর উপজেলার টুকেরবাজার জাঙ্গাইল গ্রামের সুজন আলীর ছেলে ফয়সল, পাশ্ববর্তী ঘোপাল পশ্চিম পাড়ার আব্দুর রহমানের ছেলে মো. সানি, এয়ারপোর্ট থানাধীন চাতল গ্রামের আব্দুল মজিদের ছেলে তোফায়েল আহমদ, নেত্রকোনা জেলার বরহাট্টা থানাধীন বাবনীকোনার স্বপন মিয়ার ছেলে মো. বাদল মিয়া, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সেলবরস গ্রামের নুরুল আহমদের ছেলে ও নগরীর আখালিয়া রুহুল আমিনের কলোনীর বাসিন্দা মো. মোস্তফা।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, সদর উপজেলার লামারগাঁও পারকুলের মকদ্দছ আলীর ছেলে আমির হামজা আখলাক ঈদের বাজার শেষে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি ছিনকাইকারীদের কবলে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে পাঁচ জন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেন।

এ ঘটনায় আখলাক বাদি হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।


মন্তব্য