kalerkantho


রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ ১

কালের কণ্ঠ অনলাইন   

২০ মে, ২০১৭ ০০:৩৭রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ ১

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে মিনহাজুল ইসলাম বান্টি নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বড়কুঠি পদ্মা গার্ডেন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

মিনহাজুল ইসলামের সহপাঠী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বড়কুঠি পদ্মা গার্ডেন সংলগ্ন নদীতে তারা তিন বন্ধু গোসল করতে নামেন। গোসল শেষে তিনি ও আদ-দীন ওঠার প্রস্তুতি নিলেও মিনহাজুল সাঁতরাতে গিয়ে হঠাৎ পানির গভীরে চলে যান। এ সময় কাছে থাকা একটি নৌকা তাদের দুজনকে উদ্ধার করলেও তলিয়ে যান মিনহাজুল। 

নিখোঁজ মিনহাজুল ইসলাম বান্টি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বগুড়ার গাবতলী উপজেলা নসকুড়িপাড়ার সাইফুল ইসলামের ছেলে। 


মন্তব্য