kalerkantho


ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

২১ এপ্রিল, ২০১৭ ১০:২৯ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে বাস-সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- শাতিল (২২), শাকিল (১৮)। তাদের বাড়ি নান্দাইল উপজেলায়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রুকুনুজ্জামান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কানুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় হাঁসের বাচ্চা বিক্রি করে বাড়ি ফিরছিলেন শাতিল ও শাকিব। অন্যদিকে, মায়ের দোয়া পরিবহন নামের বাসটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।

নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের কানারামপুর নামক স্থানে ময়মনসিংহগামী বাস ও নান্দাইলগামী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ দুইজন নিহত হয়েছেন। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি। পুলিশ লাশ উদ্ধার করেছে। বাসচালক পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

 মন্তব্য