kalerkantho


আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৭ ২২:৫৫আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৬০ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১২টার দিকে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার একটি মেমো দিয়ে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। 

ডা. মো. শাহ আলম রাত আটটার দিকে মোবাইল ফোনে কালের কণ্ঠকে জানান, আমাদের মনে হয়েছে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। লাশ নেয়ার জন্য আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে চিঠি দেওয়া হচ্ছে।    


মন্তব্য