kalerkantho


ময়মনসিংহে নকল ওষুধ বিক্রির দায়ে ৭ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২০ মার্চ, ২০১৭ ২২:৩৩ময়মনসিংহে নকল ওষুধ বিক্রির দায়ে ৭ দিনের জেল

ময়মনসিংহে ভ্রাম্যমান আদালত শহরতলী শম্ভুগঞ্জ বাজারে পৃথক দুটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১ জনকে নকল ওষুধ বিক্রির দায়ে ৭দিনের জেল দিয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় হাজী ফাতেমা মেডিক্যেল হল ও আমান মেডিক্যেল হলে এ অভিযান পরিচালনা করা হয়। 

একই সাথে দুটি দোকানকে যথাক্রমে ১ লাখ ২০ হাজার টাকা ও ১ লাখ টাকা জরিমানা করেছেন। ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা অনুসারে এ দণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল বিন করিম এ অভিযানের নেতৃত্ব দেন। 


মন্তব্য