kalerkantho


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২০ মার্চ, ২০১৭ ১৯:৫১কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের রামপুর এলাকায় আজ সোমবার সকালে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রসহ আহত হয়েছে আরও ৪ জন। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় আজ সোমবার সকাল ১১টায় ময়নামতি থেকে কংশনগরগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে উভয় গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালক বুড়িচং উপজেলার গণেষপুর গ্রামের মহরম আলীর পুত্র আবদুল খালেক (৫৫) এবং সিএনজির যাত্রী একই উপজেলার এতবারপুর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে মিজান (৩৪) নিহত হয়। এ সময় এক স্কুল ছাত্রসহ ৪ যাত্রী আহত হয়। 

ময়নামতি হাইওয়ে পুলিশ জানান, দুপুরের দিকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


মন্তব্য