kalerkantho


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২০ মার্চ, ২০১৭ ১৯:০৩বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি এলাকা থেকে দুইটি বন্দুক উদ্ধার করেছে।

বিজিবি'র ৩১ নং ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আনোয়ারুল আজিম জানান, আজ সোমবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন তুলাতলি এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় বন্দুকগুলো পাওয়া যায়।

তিনি বলেন, সন্ত্রাস দমন ও সীমান্ত সুরক্ষা কর্মসূচির আওতায়র এই অভিযান চালানো হয়েছে। এই অভিযান চলমান থাকবে। বিজিবি সূত্র জানায়, অস্ত্রগুলো মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী কোন গ্রুপের হতে পারে। 


মন্তব্য