kalerkantho


নীলফামারীতে সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৭ ১৭:৫৬নীলফামারীতে সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময়

স্থানীয় পর্যায়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ে নীলফামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ সোমবার বেলা ১১টার দিকে সনাক কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সনাকের সহসভাপতি নাসিমা বেগমের সভাপতিত্বে মূল কার্যপত্র পাঠ করেন সনাকের সহসভাপতি আখতারুল আলম। স্থানীয় পর্যায়ে দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের করণীয় বিষয়ে মত বিনিময় করেন সনাক সদস্য তাহমিনুল হক ববী, ভূবন রায় নিখিল, মিজানুর রহমান, শীষ রহমান, টিআইবির এলাকা ব্যস্থাপক সাজিদুর রহমান প্রমূখ।

সভায় সাংবাদিক মোশারফ হোসেন বলেন, স্থানীয় পর্যায়ের দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের পাশাপাশি সমাজের সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন গণমাধ্যমে এলাকার যেসব দূর্নীতির চিত্র প্রকাশিত হয় সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সামাজিক চাপ সৃষ্টি করতে হবে।


মন্তব্য