kalerkantho


লাল-সবুজ রংয়ে এবার ছুটবে রাজশাহী-খুলনাগামী ট্রেন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

১৯ মার্চ, ২০১৭ ১৫:৪৯লাল-সবুজ রংয়ে এবার ছুটবে রাজশাহী-খুলনাগামী ট্রেন

রাজশাহী-খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নতুন কোচের উদ্বোধন করা হয়েছে। জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রংয়ে রাঙানো এ কোচের গতকাল রবিবার দুপুর ২টার দিকে উদ্ধোন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এ উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশনে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে এ ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

প্রসঙ্গত, রাজশাহী-খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের জন্য ভারত থেকে ১২টি বগি আমদানি করা হয়। এর আগে কপোতাক্ষ এক্সপ্রেস ৯টি বগি নিয়ে চলাচল করত। ১২টি বগিতে আসন থাকবে ৮৬৬টি।

 মন্তব্য