kalerkantho


চাঁদপুরে জেলা ব্র্যান্ডিং মিউজিয়াম চালু

চাঁদপুর প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৭ ১৩:২৮চাঁদপুরে জেলা ব্র্যান্ডিং মিউজিয়াম চালু

চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং পর্যটন বিকাশে জেলা ব্র্যান্ডিং মিউজিয়াম চালু করা হয়েছে। শনিবার রাতে জেলা কালেক্টরেট ভবনে এই মিউজিয়ামের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ কামাল।

এর আগে সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যান্ডিং বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর পৌরসভার মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, সাংবাদিক বি এম হান্নান, সোহেল রুশদী। সেমিনারে সরকারি বিভাগীয় প্রধানসহ শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরকে ইতিমধ্যে ইলিশের বাড়ি চাঁদপুর পরিচিতি করতে সরকার স্বীকৃতি দিয়েছে।

 মন্তব্য