kalerkantho


গাইবান্ধায় বাস- ট্রাক সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৭ ০৬:১৫গাইবান্ধায় বাস- ট্রাক সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে চার শিশু রয়েছে। এবং আহত হয়েছে প্রায় ১৫ জন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার বালুয়াহাটসংলগ্ন জুমার ঘর এলাকায় এ ঘটনা ঘটে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ছয়জনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের নৈশকোচ সৈয়দপুর যাচ্ছিল। কোচটি গোবিন্দগঞ্জ উপজেলার (জুমার ঘর) নামক এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু চারজন নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন নারী-পুরুষ। মন্তব্য