kalerkantho


লক্ষ্মীপুরে সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধ   

১৮ মার্চ, ২০১৭ ২০:৫৪লক্ষ্মীপুরে সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মাননববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। আজ শনিবার দুপুরে চন্দ্রগঞ্জের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়, খালেকগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থীরা ও এলাকাবাসী এ বিক্ষোভ এবং মানববন্ধন করে। 

শিক্ষার্থীরা জানায়, চন্দ্রগঞ্জ থেকে পালপাড়া ৫ কিলোমিটার দূরত্বের সিএনজি চালিত অটোরিক্সা ভাড়া ছিল ১৫ টাকা। সম্প্রতি সিএনজি চালকরা আরও ৫টাকা ভাড়া বৃদ্ধি করে। এতেও ক্ষান্ত না হয়ে চালকরা গত বৃহস্পতিবার আরও ৫ টাকা ভাড়া বৃদ্ধি করে। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীরা আপত্তি জানালে চালকরা ধর্মঘটের হুমকি দেয়। 

বর্তমানে ওই রুটে চলাচলকারী শিক্ষার্থী-শিক্ষকসহ হাজারো যাত্রী সিএনজি চালক ও মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সিএনজি মালিক ও চালকরা। এলাকাবাসী ও শিক্ষার্থীরা অবিলম্বে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।মন্তব্য