kalerkantho


ফরিদপুরে গুরুচাঁদ ঠাকুরের ১৭১তম জয়ন্তী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৮ মার্চ, ২০১৭ ১৬:৫৭ফরিদপুরে গুরুচাঁদ ঠাকুরের ১৭১তম জয়ন্তী

মুক্তিবারিধী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭১তম জয়ন্তী উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের কবি জসীমউদদীন হলে মতুয়া গবেষক আশুতোষ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. অরুণ কান্তি বিশ্বাস।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র বিশ্বাস, মতুয়াচার্য হিমাংশুপতি ঠাকুর, মনোজরুদ্র ঢালী, জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক অরুণ মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, নানা রকম কুসংস্কার ও জাতি-বর্ণভেদ প্রথার কবলে পড়ে যখন মানবতা বিপণ্ণ। তখন মুক্তির বারতা নিয়ে গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে আবির্ভূত হন। তাঁর আবির্ভাবে মানবতা মুক্তি পায়। তিনি আমাদের জাতি-বর্ণ প্রথার বিভেদের দেয়াল ভেঙে দিয়ে মানবতার জয়গান গেয়েছেন। আমরা তার প্রদর্শিত পথেই চলব। তার আদর্শকে ছড়িয়ে দেব। সেই আদর্শের আলো আমাদের মুক্তির পথে নিয়ে যাবে।

আলোচনা সভার আগে কবি জসীমউদ্দীন হল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়।

 মন্তব্য