kalerkantho


ফেনীর জ্যেষ্ঠ আইনজীবীর চেম্বারে আগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি    

১৭ মার্চ, ২০১৭ ১৭:১৬ ফেনীর জ্যেষ্ঠ আইনজীবীর চেম্বারে আগ্নিসংযোগ

ফেনীর জ্যেষ্ঠ আইনজীবী কলমদার হায়দারের চেম্বারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতের কোনও এক সময় কে বা কারা তাঁর শহীদ সেলিনা পারভীন সড়কে অবস্থিত চেম্বারের একটি দেয়ালের একাংশ ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়।

কলমদার হায়দারের সহকারী আইনজীবী মো. সামছুল হুদা জানান, জ্যেষ্ঠ দেওয়ানি আইনজীবী কলমদার হায়দার শহরের শহীদ সেলিনা পারভীন সড়কে দীর্ঘদিন ধরে চেম্বার করছেন। বর্তমানে তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন। এখন তাঁর সহকারীরা চেম্বারের কার্যক্রম চালাচ্ছেন। বৃহস্পতিবার রাতের কোনও এক সময় কে বা কারা চেম্বারের পেছনের দিকের একটি দেয়ালের একাংশ ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়। ফলে চেম্বারের বেশকিছু আসবাবপত্র, ফাইল পুড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কতগুলো ফাইল পুড়ে গেছে- সে ব্যাপারে তাৎক্ষণিক কোনও তথ্য দিতে পারেননি সামছুল হুদা।

পাশেই কলমদার হায়দারের বাসভবন। ভবনের প্রহরী আব্দুল ওয়াহাব সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা ভেতরে ঢুকে একটি কক্ষের তালা ভেঙে আগুন দেয়। কলমদার হায়দারের সহকারী সামছুল হুদা জানান, এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে কথা বলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। ফেনী মডেল থানার এসআই  নুরুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফয়েজুল হক মিলকী এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এ ব্যাপারে দ্রুততর সময়ের মধ্যে সমিতির কর্মকর্তাদের সঙ্গে সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।" তিনি বলেন, যে বা যারাই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

 মন্তব্য