kalerkantho


ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৭ মার্চ, ২০১৭ ১৪:২০ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে

ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুওে শহরের অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।
সেখানে অস্থায়ী মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম লেভী,  ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 মন্তব্য