kalerkantho


বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার

বাকৃবি প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৭ ১৩:৩০বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুইদিন ব্যাপী আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার এই প্রতিযোগিতা শুরু হবে। সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে  ৪টার দিকে (১৭ ই মার্চ) অলিম্পিক মশাল র‌্যালির আয়োজন করা হবে। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।  বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো.আবদুর রশীদ, প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন উপস্থিত থাকবেন।

উল্লেখ্য যে, দৌড়, হাই জাম্প, লং জাম্প, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজো সহ মোট ২২ টি ইভেন্টে  (ছেলেদের ১২ টি ও মেয়েদের ১০ টি) ১৩ টি হলের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 মন্তব্য