kalerkantho


ফরিদপুরের সালথায় অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৭ ১২:১৫ফরিদপুরের সালথায় অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু

আজ শুক্রবার ভোর রাতে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে আগুনে পুড়ে মা ও মেয়ের করুন মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত গৃহকর্তা সেন্টু শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ফরিদা বেগম (২৫) ও মেয়ে রাবেয়া বেগম (৪)। আহত সেন্টু শেখ(৩৫)বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
সালথা থানা ওসি আমিনুর রহমান জানায়,আজ শুক্রবার ভোর রাতে  ওই গ্রামের সেন্টু শেখের বাড়িতে বিদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে তার স্ত্রী  ফরিদা বেগম(২৫) ও মেয়ে রাবিয়া (৪) মারা যায়।আর সেন্টু শেখ(৩৫) আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছি।
সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। সেন্টু শেখ অগ্নিদগ্ধ হয়। বাড়িটিও পুড়ে গেছে।

 মন্তব্য