kalerkantho


চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

চাঁদপুর প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৭ ১২:০১চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নানা আয়োজনে চাঁদপুরে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এই উপলক্ষে শুক্রবার সকালে শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে বর্নাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। পরে এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এতে নানা বয়সী কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, জেলা আওয়ামীলীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ।
এর আগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকারের পাদদেশে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিকদলসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।মন্তব্য