kalerkantho


মাগুরায় ৩০ স্থাপনা উচ্ছেদ

মাগুরা প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৭ ১৯:১২মাগুরায় ৩০ স্থাপনা উচ্ছেদ

মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় নবগঙ্গা নদী পাড়ের প্রায় ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
মাগুরার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, প্রায় ৩০ বছর ধরে নিজনান্দুয়ারী এলাকায় নবগঙ্গা নদীর পাড়ে টিনের ঘর তুলে অবৈধভাবে এসব ব্যবসায়ী তাদের ব্যবসা চালিয়ে আসছেন। এটি সরকারি খাস খতিয়ানভূক্ত নদীর জমি। এ কারণে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসাবে সেখানে আজ বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানো হয়। 

এদিকে উচ্ছেদের শিকার ওই এলাকার ব্যবসায়ী বাবুল মৃধাসহ অন্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা জেলা পরিষদের কাছ থেকে ইজারা নিয়ে সেখানে ব্যবসা করে আসছে। গত ৫ বছর যাবত জেলা পরিষদ সেটি নবায়ন করছে না। এরই মধ্যে কোন প্রকার নোটিশ ছাড়াই জেলা প্রশাসন এগুলো ভেঙ্গে দিল।   মন্তব্য