kalerkantho


ইবির 'এফ' ইউনিটে পুনরায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    

১৬ মার্চ, ২০১৭ ১৪:০৯ইবির 'এফ' ইউনিটে পুনরায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রশ্নফাঁসের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাতিল হওয়া ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত 'এফ' ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের 'এফ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ২৩৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়। গত ৭ মার্চ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে আজ ১৬ মার্চ সকাল ১০টায় পুনরায় ওই ইউনিটের ভর্তি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করে।

রিটের আদেশে পরীক্ষা নেওয়ায় কোনও বাধা না থাকায় আজ বৃহস্পতিকার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২৯৪৪ জন ভর্তীচ্ছু আবেদন করেছিল বলে জানা যায়। ভর্তি ও ফলসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।

 মন্তব্য