kalerkantho


বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় শিশু নিহত, আহত ২

নাটোর প্রতিনিধি    

১৬ মার্চ, ২০১৭ ১৪:০০বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় শিশু নিহত, আহত ২

নাটোরের বড়াইগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় চার্জার ভ্যানের যাত্রী সিয়াম নামের দুই বছরের শিশু নিহত হয়েছে। নিহত সিয়াম উপজেলার বনপাড়া মালিপাড়া গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে। এ সময় শিশুটির বাবা ও মা আহত হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, সকালে অটোভ্যানে করে বনপড়া বাজার থেকে মালিপাড়া যাওয়ার সময় পেছন থেকে আসা একটি পিকভ্যান ধাক্কা দেয়। এতে শিশুটি ভ্যান থেকে ছিটকে পড়ে বাবা-মায়ের সঙ্গে সেও আহত হয়। তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। মন্তব্য