kalerkantho


মেহেরপুরে আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর

মেহেরপুর প্রতিনিধি    

১৬ মার্চ, ২০১৭ ১৩:৫২মেহেরপুরে আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর

মেহেরপুর জেলা শহরসংলগ্ন সদর উপজেলার বামনপাড়াতে অমিতাভ সরকার নামের এক দিনমজুরের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা গেছে। একই সঙ্গে তিনটি বাইসাইকেল, টাকাসহ আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ঘর মালিকের। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ঘর মালিক আমিতাভ সরকার জানান, তার মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি একা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ শরীরে তাপ অনুভূত হলে তার ঘুম ভেঙে যায়। নিজের জীবন রক্ষা করতে ঘরের বাইরে বের হয়ে দেখেন আগুনের লেলিহান শিখায় পুরো বসতঘর জ্বলছে। তিনিসহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের এসও পারভেজ আখতার বলেন, "ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কাঠের তৈরি ঘর হওয়ায় মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে গেছে।"  

 মন্তব্য