kalerkantho


বন্ধ ৬০ রেলস্টেশন আজ চালু হচ্ছে

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৭ ১১:১৬বন্ধ ৬০ রেলস্টেশন আজ চালু হচ্ছে

জনবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১৪০টি রেলস্টেশনের মধ্যে আজ বৃহস্পতিবার প্রথম ধাপে ৬০টির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সকালে পলাশের ঘোড়াশাল রেলস্টেশন থেকে একযোগে স্টেশনগুলো চালু করবেন রেলমন্ত্রী মুজিবুল হক। জানা যায়, সারা দেশের ৪৬০টি রেলস্টেশনের মধ্যে ১৮৮টি স্টেশন দীর্ঘদিন থেকে বন্ধ। এর মধ্যে সরকার ১৪০টি স্টেশন পর্যায়ক্রমে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলেই বন্ধ স্টেশনের সংখ্যা বেশি।

ঘোড়াশালের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আজ থেকে ঢাকা বিভাগের ২১টি, চট্টগ্রাম বিভাগের ১২টি, পাকশীর ২৩টি ও লালমনিরহাটের ৪টি স্টেশন একযোগে চালু হবে। রেলমন্ত্রী সকাল ১১টায় ঘোড়াশাল রেলস্টেশন চালুর কার্যক্রম উদ্বোধনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সারা দেশের বাকি ৫৯টি স্টেশন একযোগে উদ্বোধন করবেন। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, রেলওয়ের ক্যাটাগরি অনুয়ায়ী সবগুলো স্টেশনই বি শ্রেণির। এসব বন্ধ স্টেশন চালু হলে পূর্ব ও পশ্চিমের সব রেলের রানিং টাইম কমে আসবে। ট্রেনগুলো দ্রুত ক্রসিং নেওয়ার সুবিধা পাবে।

 মন্তব্য