kalerkantho


সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানে সোয়াতের ২ সদস্য আহত

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৭ ১০:৩৮সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানে সোয়াতের ২ সদস্য আহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে সোয়াতের দুই সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত সোয়াতের দুই সদস্যের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সীতাকুণ্ড শহরের প্রেমতলা ওয়ার্ডের চৌধুরীপাড়ার ছায়ানীড় নামের একটি দোতলা বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত টিম। বিশেষ এ দলের সঙ্গে অভিযানে অংশ নিচ্ছেন চট্টগ্রামের সোয়াত, র‍্যাব ও পুলিশ সদস্যরা।

 মন্তব্য